ডিজিটাল ব্যাংক চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ডিজিটাল ব্যাংকে তারা সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। যা ব্যাংকটির মোট মূলধনের ১০ শতাংশ। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি টাকা।

কয়েকটি কোম্পানি মিলে একটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। তবে তার আগের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।

২০০৯ সালে তালিকাভুক্ত এই বিমা কোম্পানির পরিশোধিত মূলধন ৪১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ২১৫টি। কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার লেনদেন শুরু হয় ৪৭ টাকা ৩০ পয়সা।

এমআই/জেডএস