লকডাউন আতঙ্কে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ এপ্রিল) দেশের পুঁজিবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৮১ পয়েন্ট। এর আগে ২০২০ সালের ১৬ মার্চ ডিএসইর সূচক কমেছিল ১৯৬ পয়েন্টে। অর্থাৎ ১ বছর ২০ দিনের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ ধস হয়েছে।

ডিএসইর পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৪২ পয়েন্ট। তাতে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে ১৫ হাজার ৩৩৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির হিড়িক পড়ে। আর তাতে লেনদেনের প্রথম মিনিটেই সূচক কমে ৪১ পয়েন্ট। যা দিনশেষে ভয়াবহ রূপ ধারণ করে।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী ঢাকা পোস্টকে বলেন, করোনার প্রভাবের পর নতুন করে লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে এই পতন হয়েছে। পরিস্থিত একটু ভালো হলে আবার বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

ডিএসইর তথ্যমতে, বোরবার ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৮১ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৮ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮২ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানি হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, আরএকে সিরামিক, মতিন স্পিনিং এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং সামিট পাওয়ার লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৫৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৪৫ লাখ টাকা।

এমআই/জেডএস