চলমান দরপতনে মার্জিন ঋণ নিয়ে লেনদেন করা বিনিয়োগকারীদের ফোর্সড সেল কমবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর কারণ রোববার (৪ এপ্রিল) নতুন করে পুঁজিবাজারে নিজস্ব ‍বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও বাড়িয়েছে কমিশন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। 

তিনি বলেন, ব্যক্তি বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও এক অনুপাত শূন্য দশমিক ৫০ থেকে বাড়িয়ে এক অনুপাত শূন্য দশমিক ৮০ করা হবে। এই নির্দেশনা ডিএসইএক্স সূচক সাত হাজার পর্যন্ত কার্যকর হবে। এর উপরে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও হবে এক অনুপাত শূন্য দশমিক ৫০। দরপতনের এই বাজারে কমিশনের সিদ্ধান্তের ফলে ফোর্সড সেল কমে যাবে।

সরকারের বিধিনিষেধ ঘোষণার পরপরই পুঁজিবাজারে রোববার এক বছরের মধ্যে সর্বোচ্চ সূচকের বড় পতন হয়েছে। এই দরপতনে বিভিন্ন ব্রোকার হাউজ নিজেদের অর্থ ফিরে পেতে বিনিয়োগকারীদের ফোর্সড সেল করেছে।

বিধিনিষেধ আতঙ্কে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ এপ্রিল) দেশের পুঁজিবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৮১ পয়েন্ট। এর আগে ২০২০ সালের ১৬ মার্চ ডিএসইর সূচক কমেছিল ১৯৬ পয়েন্ট। অর্থাৎ এক বছর ২০ দিনের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ ধস হয়েছে। ডিএসইর পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৪২ পয়েন্ট। তাতে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে ১৫ হাজার ৩৩৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা।

এমআই/আরএইচ