ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রিতে সিএসইতে রেকর্ড লেনদেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার কেনা-বেচাকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রেকর্ড লেনদেন হয়েছে।
এ দিন সিএসইতে ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারই লেনদেন হয়েছে ৫২৫ কোটি টাকা। যা মোট লেনদেনের ৯৮ দশমিক ৫০ শতাংশ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র মতে, ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ছিল ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে বিদেশি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৮ লাখ অর্থাৎ ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে। প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৩০ পয়সা।
/এমআই/এসএসএইচ/
বিজ্ঞাপন