নতুন দিগন্তে পুঁজিবাজার
শেয়ার বাজার/প্রতীকী ছবি
সপ্তাহেরর প্রথম কার্যদিবস রোববারের চেয়ে সোমবার (২৮ ডিসেম্বর) ‘মার্কেট ক্যাপ’ অর্থাৎ বাজার মূলধন প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়ে নতুন দিগন্তে যাত্রা শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ রেকর্ডের যাত্রা শুরু হয় মূলত রবি আজিয়াটা লিমিটেডের লেনদেন শুরুকে কেন্দ্র করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানি রবির লেনদেন শুরুর ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ফলে সূচকের সঙ্গে লেনদেন টানা বাড়ছে। আর এর প্রতিফলন হচ্ছে বাজার মূলধনেরও।
বিজ্ঞাপন
ডিএসইর বাজার চিত্রে দেখা গেছে, সোমবার ডিএসইতে ৩৬১ সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তি রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের। আর তাতে বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদুই সুচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
বেশির ভাগ কোম্পানির শেয়ার ও সূচক বাড়ায় এ দিন ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৪৩০ কোটি ৬৮ লাখ টাকা বেড়ে ৪ লাখ ৪১ হাজার ৮২৮ কোটি টাকা দাঁড়িয়েছে। যা এর আগে দিন ছিল ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি টাকা। সেই দিন ৩ জানুয়ারি ২০১৮ সালের ৩ লাখ ২৮ হাজার কোটি টাকার বাজার মূলধনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ছিল। ঠিক তার একদিন পর সোমবার বাজার মূলধনের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে যাত্রা শুরু করলো ডিএসই।
এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৭ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমে ১১৭টির আর অপরিবর্তি রয়েছে ৪৩ কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এসএম