শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

সোমবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, জুন ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৫ পয়সা। লোকসানে থাকায় কোম্পানি পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। তার আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭৫ পয়সা।

এর ফলে টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। আর ৩০ জুন সমাপ্ত বছরের জন্য পর্ষদ ঘোষিত প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির ২২তম এজিএম ঘোষণা করা হয়েছে একই দিন ১৬ নভেম্বর দুপুর ১২টায়। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। দুই বছরের এজিএমই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

৩১ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার অনুমোদিত কোম্পানির বর্তমানে শেয়ার রয়েছে ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার ২২৬টি। সোমবার (২ অক্টোবর) দিনের শুরুতে এই শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকায়।

/এমআই/এসএসএইচ/