ভবন বানাবে প্রগতি লাইফ
ভবন নির্মাণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। নতুন ভবন নির্মাণে কোম্পানির খরচ হবে ২৮ কোটি টাকা। কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, ২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি রাজউকের অনুমোদিত নকশায় গুলশান-১, প্লট-১৩, রোড-১৮ এবং ২১ এ নিজস্ব জমিতে ভবন নির্মাণ করবে। ভবন নির্মাণের বিষয়ে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ভবন নির্মাণের অনুমতি পেয়েছে।
৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা অনুমোদিত মূলধনী কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি। এই শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ১১১ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিজ্ঞাপন
এমআই/এসকেডি