হরতালের দিনে দরপতনে পুঁজিবাজারে লেনদেন শুরু
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের দিনে স্বাভাবিক প্রক্রিয়ায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন ব্রোকার হাউজগুলো বিনিয়োগকারীদের উপস্থিতি স্বাভাবিক দিনের চেয়ে কম থাকলেও ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার আদেশ বেড়েছে। ফলে দিনের প্রথম ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৮১ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৭ লাখ টাকা।
লেনদেন ঠিক সময় শুরু হলেও শেয়ার বিক্রির চাপে শুরু কমেছে সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার, বন্ড এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, রোববার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিএসইতে ২০২টি প্রতিষ্ঠানের ৯৭ লাখ ৬৭ হাজার ৪৪৯টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৬ লাখ ৯৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯৫টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
বিজ্ঞাপন
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে ৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১টির, কমেছে ২টির ও অপরিবর্তিত রয়েছে ১টির। সিএসইতে ৭ লাখ ২ হাজার ৬৯৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এমআই/এমএসএ