প্রথমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দীর্ঘ একবছর পর ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে একদিন দরপতন। এরপর করোনাভাইরাসের প্রকোপ রোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে পুঁজিবাজারে লেনদেন চালু নিয়ে শঙ্কার তৈরি হয়।

এ শঙ্কার সপ্তাহে (১১-১৫এপ্রিল) দেশের দুই পুঁজিবাাজরে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিন কার্যদিবস উত্থান হয়েছে, আর এক কার্যদিবস সূচক পতন হয়। ফলে সপ্তাহে শেষে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। আর তাতে বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পেয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। কমছে আস্থার সংকটও, তাতে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে প্রাণ।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ১৯ কোটি ২২ লাখ ৯২২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ২৯ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ।

আলোচিত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারের। তাতে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৬ পয়েন্টে বেড়েছে।

বেশির শেয়ারের দাম ও সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে ডিএসইর বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন ৩ হাজার ৫১৪ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪৬০ টাকা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৩৯১ টাকা দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে রয়েছে-সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ই-জেনারেশন এবং আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিকো লিমিটেড, রবি আজিয়াটা, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পূর্বনী জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৯৪৪ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম। আর তাতে সিএসইর প্রধান সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এসএম