শেয়ার বাজার/প্রতীকী ছবি

চলতি বছর অর্থাৎ ২০২০ সালে শেষ কার্যদিবস বুধবার (৩০ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।

আর তাতে ডিএসইর সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০০ পয়েন্ট অতিক্রম করেছে। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগের ২০১৯ সালের ৩০ জুন ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৪২১ পয়েন্ট।

সূচক, লেনদেন আর বেশির ভাগ কোম্পানিরর শেয়ারের দাম বাড়ায় ডিএসইর বাজার মূলধনও সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৪৮ হাজার ২৩০কোটি ৫ লাখ ২২ হাজার টাকা। যা এর আগের দিন বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৪ হাজার ২০৩কোটি টাকা। অর্থাৎ ৪ হাজার কোটি টাকার মূলধন বেড়েছে বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, দিনের প্রথমদিকে সূচক ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন হলেও শেষ দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশ কিছু বড় কোম্পানির শেয়ারের দাম বাড়ার ফলে ডিএসইর প্রধান সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮ পয়েন্ট ১ হাজার ২৪২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্টে বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৬ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো।

এতে সবমিলে বুধবার লেনদেন হয়েছে ১ হাজার ৫২৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে বেশি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২দশমিক ৯২ পয়েন্টে। এদিন সিএসইতে ৭১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

এমআই/এসএম