তিন বছর সাড়ে তিন মাস পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (৩০মে) সকাল ১০টা ৩ মিনিটে আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে তিন বছর আগের মাইলফলকটি স্পর্শ করে। এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ ডিএসইর সূচক ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট।

বিমা ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তাতে মাত্র ৩ মিনিটে প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়ায়।

তবে স্থায়ী হয়নি, ব্যাংক খাতের শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। ফলে লেনদেনের প্রথম ৪৫ মিনিটে সূচক ওঠানামার পর ডিএসইর প্রধান দাঁড়িয়েছে ৬ হাজার ১৬ পয়েন্ট। যা আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেশি। এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, স্বাভাবিক নিয়মেই রোববার (৩০ মে) সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে পাঁচ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

৪৫ মিনিটে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

অপর স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ ৫ হাজার টাকা। সিএসইর প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ