গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মধ্যে তিন দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল। এসময়ে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩টির। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় পচা শেয়ারগুলোর আধিপত্য দেখা গেছে। বিশেষ করে ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো দরবৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকা দখল করে আছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ‘বি’ ক্যাটাগরিতে থাকা ইনটেক লিমিটেডের। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬০ দশমিক ৬৪ শতাংশ। আগের সপ্তাহে ২৮ টাকা ২০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটির দাম সপ্তাহ শেষে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠেছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বি’ ক্যাটাগরির চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ৫১ টাকা ৯০ পয়সা থেকে ৬৫ টাকা ৯০ পয়সায় উঠেছে। পাঁচ কার্যদিবসে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে বেড়েছে ২৫ দশমিক ১৯ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারদর ২৬ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকা ৩০ পয়সায় উঠেছে।

‘জেড’ ক্যাটাগরির শ্যামপুর সুগার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২২ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। তালিকায় চতুর্থ অবস্থানে থাকা এ কোম্পানির শেয়ারদর ১৫০ টাকা ৭০ পয়সা থেকে ১৮৫ টাকা ১০ পয়সায় উঠেছে।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১। এই ফান্ডটির ইউনিট দর সপ্তাহের ব্যবধানে ২২ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৮ টাকা ৫০ পয়সার প্রতি ইউনিট ১০ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠেছে।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘জেড’ ক্যাটাগরির জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকায় উঠেছে। শতকরা হিসেবে দাম বেড়েছে ২০ শতাংশ।

‘জেড’ ক্যাটাগরির বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদরও গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় সপ্তম অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ৪ টাকা থেকে ৪ টাকা ৮০ পয়সায় উঠেছে।

তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ‘জেড’ ক্যাটাগরির আমরা টেকনোলজি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে এই কোম্পানির শেয়ারদর ১৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ৭০ পয়সায় উঠেছে। দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ।

‘বি’ ক্যাটাগরির বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ১৭ টাকা ৪০ পয়সা থেকে ২০ টাকা ৭০ পয়সায় উঠেছে। তালিকায় নবম অবস্থানে থাকা এই কোম্পানির শেয়ারদর গত সপ্তাহে ১৮ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

তালিকায় দশম অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ১১৭ টাকা ১০ পয়সা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সায় উঠেছে।

এমএমএইচ/এসএসএইচ