ইস্টার্ন হাউজিংয়ের রেকর্ড মুনাফা, লভ্যাংশ দেবে এক-তৃতীয়াংশের কম
আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর একক বছরের জন্য এটি সর্বোচ্চ মুনাফা। অথচ অর্জিত এই বড় অঙ্কের মুনাফার এক-তৃতীয়াংশের চেয়েও কম লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এ হিসাবে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে কোম্পানিটি লভ্যাংশ দেবে ২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ কোম্পানির ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা বণ্টন করা হবে। ঘোষিত এই লভ্যাংশ অর্জিত মুনাফার মাত্র ৩০.২৩ শতাংশ, যা এক-তৃতীয়াংশের চেয়েও কম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ৬ টাকা ৪ পয়সা হিসাবে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ৫৬ কোটি ৩৮ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ হিসেবে বিনিয়োগকারীদের ১৭ কোটি ৭৪ লাখ টাকা লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে কোম্পানির লভ্যাংশ হার মুনাফার ৩১.৪৭ শতাংশ ছিল।
এদিকে, সর্বশেষ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।
গত অর্থবছরে কোম্পানির পরিচালন সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ১০ টাকা ৪২ পয়সা ঋণাত্মক। এ ছাড়া গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে ৮৯ টাকা ৯৯ পয়সা হয়েছে। আগের অর্থবছর শেষে যা ছিল ৮৩ টাকা ৬২ পয়সা।
লভ্যাংশ ঘোষণার পর প্রথম কার্যদিবস হওয়ায় আজ কোম্পানিটির শেয়ারদর উত্থান-পতন সার্কিট ব্রেকারের আওতামুক্ত থাকছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৮৮ টাকা ১০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি আজ দিনের একপর্যায়ে ৯১ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
এমএমএইচ/এসএসএইচ