পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ৮২ শতাংশ কমেছে। এতে কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য আগের বছরের তুলনায় লভ্যাংশের হারও অর্ধেকের বেশি কমিয়েছে। আলোচিত অর্থবছরের জন্য কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস কমেছে ৫ টাকা ৭৫ পয়সা বা প্রায় ৮১ দশমিক ৬৮ শতাংশ। 

এদিকে, আলোচিত অর্থবছরে মুনাফায় এই বড় পতন হওয়ায় বিনিয়োগকারীদের মাত্র ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আগের অর্থবছরে যেখানে কোম্পানিটির বিনিয়োগকারীরা সাড়ে ২১ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

এমএমএইচ/এমএসএ