টেকনো ড্রাগসের মুনাফা কমেছে ১৭ শতাংশ, বিনিয়োগকারীদের লভ্যাংশও কমলো
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় ওষুধ খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের মুনাফা কমেছে ১৭ শতাংশের বেশি। মুনাফা কমায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের পরিমাণও কমিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে টেকনো ড্রাগসের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ২০ লাখ টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ২৮ কোটি ৬ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৪ কোটি ৮৬ লাখ টাকা বা ১৭ দশমিক ৩২ শতাংশ। আলোচিত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ২ টাকা ৯৪ পয়সা।
কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
বিজ্ঞাপন
এমএমএইচ/এনএফ