প্রথম প্রান্তিকে ইবনে সিনার মুনাফা বেড়েছে আড়াইগুণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ খাতের কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির মুনাফায় বড় উল্লম্ফন দেখা গেছে। আলোচিত ৩ মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২২ কোটি টাকার বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় আড়াইগুন বেশি।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
সার সংক্ষেপ অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) ৭ টাকা ৮ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছে ২২ কোটি ১২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ২ টাকা ৭২ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছিল ৮ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকা বা ১৬০ শতাংশ (২ দশমিক ৬০ গুণ)।
আলোচিত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৯ টাকা ৭১ পয়সা। অর্থাৎ মুনাফা বাড়লেও কোম্পানির বিক্রি বাবদ আদায় কমেছে। তবে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানি সম্পদমূল্য বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছর শেষে, অর্থাৎ ৩০ জুন যা ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা।
বিজ্ঞাপন
এদিকে, মুনাফায় বড় উল্লম্ফন হওয়ায় আজ পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারেও আগ্রহ দেখা গেছে। লেনদেনের শুরুতে ২৮৭ টাকা ৭০ পয়সায় থাকা শেয়ারটির দর দিনের এক পর্যায়ে ৩১০ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠে যায়। দুপুর ১টায় আগের দিনের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেড়ে ৩০৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হতে দেখা গেছে।
এমএমএইচ/জেডএস