চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল পিএলসির মুনাফায় ভাটা পড়েছে। যদিও আলোচিত ৩ মাসে কোম্পানির বিক্রি বেড়েছে। তবে, বিভিন্ন ধরনের খরচের ভারে কোম্পানির মুনাফা কমেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে স্কয়ার টেক্সটাইলের সমন্বিত বিক্রি হয়েছে ৬০৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ আলোচিত ৩ মাসে কোম্পানির বিক্রি বেড়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকা বা ৫ শতাংশ। বিক্রি উল্লেখযোগ্য পরিমাণ বাড়া সত্ত্বেও কোম্পানির মুনাফা এসময়ে কমেছে।

আলোচিত ৩ মাসে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৩৭ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ আলোচিত ৩ মাসে কোম্পানি মুনাফা কমেছে ৪ কোটি ১ লাখ টাকা বা প্রায় ১১ শতাংশ।

এমএমএইচ/এসএম