নিয়ম ও বিধি-বহির্ভূতভাবে সোনালী লাইফ ইনস্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন করেছেন ২৫ হাজার ৩৮৯ জন। ফলে তারা আইপিওর শেয়ার পাচ্ছেন না। উল্টো ‍নিয়ম ভঙ্গের কারণে ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা জরিমানা গুনতে হবে তাদের। 

মঙ্গলবার (২২ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি আইপিওতে একটি ব্যাংক হিসাবের সর্বোচ্চ দুটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে খুলতে পারে। এই নিয়ম ভঙ্গ করেছেন ২৫ হাজার ৩৮৯টি বিওধারী বিনিয়োগকারীরা। তারা একটি ব্যাংক অ্যাকাউন্টের দুটির জায়গায় আরও বেশি বিও খুলে আইপিওতে আবেদন করেছেন। যার শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজারটি। টাকার অংকে যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকায়।

আইন অনুযায়ী এই টাকার ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। ফলে ২৫ হাজার বিনিয়োগকারীর জরিমানা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, নিয়ম অনুসারে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আইপিওতে দুটি বিও খোলা যায়। সেই বিও দিয়ে আইপিওতে আবেদন করা যায়। কিছু ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সেই নিয়ম ভঙ্গ করেছে। তাদের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে।

এদিকে সোনালী লাইফের আইপিওতে ১০ হাজার টাকার আবেদনকারীদের জন্য বরাদ্দকৃত ১৭টি শেয়ার বিওতে দেওয়া হয়েছে। এখন আবেদন করেও না পাওয়া শেয়ারের টাকা বুধবারই (২৩ জুন) বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করবে কোম্পানি কর্তৃপক্ষ।

গত সোমবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সোনালী লাইফের শেয়ার প্রো-রাটা ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়। ন্যুনতম ১০ হাজার টাকা আবেদনকারীদের ১০ টাকা মূল্যের ১৭টি শেয়ার দেওয়া হয়। যার বাজার মূল্য ১৭০ টাকা।

এমআই/এইচকে