দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। আজ শেষ ঘণ্টার লেনদেনে দরবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ সিকিউরিটিজ।

লেনদেন শেষে যে কয়টি শেয়ার ও ইউনিটের দর কমেছে, তার চেয়ে সাড়ে ৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। তবে ডিএসইর লেনদেন কিছুটা কমেছে।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচকের উত্থান দেখা গেছে। তবে, সিএসইতেও আজ লেনদেন কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১০টির। বিপরীতে কমেছে ৩৬টির। এই হিসেবে দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যা ৮ দশমিক ৬১ গুণ বেশি। তবে লেনদেন শেষে আজ ৩০টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৮টি, ‘বি’ ক্যাটাগরির ৬৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৮৬টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৮৪৭ পয়েন্টে পয়েন্টে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে মোট ৪২০ কোটি ৫৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৯৭ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সবচেয়ে বেশি অবদান রেখেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচকটি ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩২ পয়েন্টে উঠেছে।
সিএসইতে মোট ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, কমেছে ২৫টি, আর ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ এক্সচেঞ্জটিতে ৯ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এমএমএইচ/বিআরইউ