পুঁজিবাজারে বড়ো দরপতন, লেনদেন বাড়ল সামান্য
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে বড়ো পতন হয়েছে। সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৩০৬টির দর। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি সিকিউরিটিজের দর।
বিজ্ঞাপন
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯১৭ পয়েন্টে নেমেছে।
ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ টাকা।
বিজ্ঞাপন
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ১১৯টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭ লাখ টাকার।
এমএমএইচ/জেডএস