পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ‘এমটিবি পার্পেচুয়াল বন্ড’-এর অর্ধ বার্ষিক (আগামী ৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ জুন পর্যন্ত) সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি ব্যাংকটি।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বন্ডটির ইস্যুয়ার কর্তৃপক্ষ। এর আগে রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় এই বন্ডের কুপন হার অনুমোদন করা হয়।

বন্ডটি ইস্যু করে ২০২৩ সালে ৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে এমটিবি। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪ হাজার।

এমটিবি পার্পেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরে জানানো হবে। কুপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে আজ বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না। তবে তালিকাভুক্তির পর এই বন্ডটির দরে কোনো পরিবর্তন আসেনি। আর এখন পর্যন্ত কোনো ইউনিটও লেনদেন হয়নি।

এমএমএইচ/জেডএস