সাধারণ শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দেবে জেনেক্স ইনফোসিস
তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরে শুধু সাধারণ শেয়ারহোল্ডাদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসাই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ২ টাকা ৬২ পয়সা।
সর্বশেষ অর্থবছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, আগের অর্থবছরে যা হয়েছিল ১ টাকা ৮৫ পয়সা। আর গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১১ পয়সা।
বিজ্ঞাপন
এ দিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচিত অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তার আগের বছর দিয়েছিল ৬ শতাংশ নগদ লভ্যাংশ।
এমএমএইচ/বিআরইউ