পোশাক খাতের দুই কোম্পানির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুটি কোম্পানি গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পনি দুটি হলো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেড।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানি দুটি।
বিজ্ঞাপন
সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরে কোম্পানির এই লোকসান ছিল ১ পয়সা।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৫৮ পয়সা।
বিজ্ঞাপন
আলোচ্য অর্থবছরের এজেন্ডাগুলোতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানি দুটি। এর মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের এজিএম হাইকোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তীতে নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৭ জানুয়ারি। আর ঢাকা ডাইংয়ের এজিএম আগামী বছরের ১৬ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়নি।
এমএমএইচ/এসএম