হুমকিতে খুলনা পাওয়ারের ভবিষ্যৎ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুটি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ গত বছরের মার্চ মাসে শেষ হয়ে যায়। পরে সরকার ওই দুই কেন্দ্রের চুক্তি আর নবায়ন করেনি। ফলে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এসএফ আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স।
খুলনা পাওয়ারের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিরীক্ষক তার মতামত জানিয়েছে।
বিজ্ঞাপন
নিরীক্ষক তার মতামতে বলেন, বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্রের (ইউনিট-২ ও ইউনিট-৩) বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) গত বছরের ২৩ মার্চ শেষ হয়ে গেছে। এরপরে ওই বছরের ২৯ এপ্রিল কোম্পানিটির সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি করে বিপিডিবি। এই চুক্তির আওতায় কোম্পানিটি থেকে দুই বছরে প্রয়োজন অনুসারে বিদ্যুৎ কেনার কথা রয়েছে। তবে, ওই চুক্তির দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও সরকার কোম্পানিটি থেকে কোনো বিদ্যুৎ ক্রয় করেনি।
এদিকে, কোম্পানিটির সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ভিত্তিক বিদ্যুৎ ক্রয়ের চুক্তি থাকলেও পিপিএ চুক্তি করেনি সরকার। ফলে কোম্পানিটি থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য নয় সরকার। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সরকার কোম্পানিটি থেকে বিদ্যুৎ কিনবে কিনা, এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।
বিজ্ঞাপন
এমএমএইচ/জেডএস