পাঁচ দিন পর পুঁজিবাজারে দরপতন থামার ইঙ্গিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছে। অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতনের পাশাপাশি সূচকেও পতন হয়েছে। এই পতন থেকে আজ সোমবার (২২ ডিসেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাজার।
এদিন প্রথম দুই ঘণ্টার (দুপুর ১২টা পর্যন্ত) লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটজগুলোর মধ্যে যে কয়টির দরপতন হয়েছে, তার চেয়ে ২৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে ডিএসইর সবগুলো সূচকেও বড় উত্থান হয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনেও গতি দেখা গেছে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, বিপরীতে ১২টির দর কমেছে। আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় আলোচ্য সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৬ পয়েন্টে উঠেছে। আর ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১০১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
আজ প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ১৮২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (রোববার) সাড়ে ৪ ঘণ্টায় ২৯৩ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। বাকি আড়াই ঘণ্টায় এ লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এমএমএইচ/এসএসএইচ