টানা আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক লিমিটেডের তৃতীয় টাইলস উৎপাদন ইউনিটে।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে সিরামিক উৎপাদক কোম্পানিটি।

তথ্য অনুয়ায়ী, আরএকে সিরামিকের মোট ৪টি টাইলস উৎপাদন ইউনিট রয়েছে। এর মধ্যে তৃতীয় উৎপাদন ইউনিটের কার্যক্রম বন্ধ থাকলেও অন্য তিনটি ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে।

কোম্পানির পূর্ব ঘোষণা অনুযায়ী, উৎপাদন লাইন-৩ এর যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ কাজের জন্য এটি গত ৮ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। 

নতুন ঘোষণা অনুযায়ী, রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হওয়া নির্ধারিত সময়ের পরেই কোম্পানিটির তৃতীয় এই ইউনিটটি উৎপাদনে ফিরবে।

এমএমএইচ/জেডএস