পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির পরিচালনা পর্ষদ এবার তুরস্কে ওষুধ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানিটি টার্কিশ মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সির অনুমোদনও পেয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, তুরস্কে ওরাল ডজেজ ফার্মাসিউটিক্যালস পণ্য (ট্যাবলেটস ও ক্যাপসুলস) রপ্তানি করবে রেনাটা। ইউরোপ ও মধ্য প্রাচ্যে দেশটির অবস্থান হওয়ায় ওষুধ রপ্তানিতে তুরস্ককে রেনাটার ওষুধ বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কোম্পানি কর্তৃপক্ষ।

জানা গেছে, তুরস্কের বাজারের চাহিদা মাথায় রেখে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে ওষুধটি তৈরি করা হবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, অস্টেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেওষুধ রপ্তানি করছে রেনাটা। এবার তুরস্কের বাজারে প্রবেশ করতে যাচ্ছে দেশীয় ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় এই কোম্পানিটি।

এমএমএইচ/এসএম