সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওতে) সাধারণ বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (৫জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ব্রোকারেজ হাউসগুলোতে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে আগামী রোববার পর্যন্ত।

লংকাবাংলা ব্রোকারেজ হাউজের মতিঝিল শাখার কর্মকর্তা হাসিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা সকাল সাড়ে ৯টা থেকে আইপিওর প্রসেসিং শুরু করেছি।  

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের আলোকে ১০ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ কেনার পাশাপাশি আইপিওর খরচ বাবদ ব্যয় করবে ব্যাংকটি।

এদিকে আইপিওর নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে সে  বিনিয়োগকারীই আবেদন করতে পারবেন যাদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে। এরপর একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার আবেদন করতে পারবেন।

ব্যাংকটির প্রসপেক্টাস অনুসারে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১৩ টাকা ১৮ পয়সা। শেয়ারপ্রতি আয় ৯৪ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় ১ টাকা ২৪ পয়সা।

ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৯৮ কোটি টাকা। ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এমআই/এনএফ