বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনে শুরু হয়েছে।

তাতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৯ সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৬২টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ১৬ আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট।

এতে প্রথম দেড় ঘণ্টায় ৬৬৬ কোটি টাকার বেশি শেয়ারের লেনদেন হয়েছে। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি টাকার বেশি। 

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/এসএম