সূচকের তেজীভাবের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ২ বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ অবস্থান। 

এর আগে ২০১৯ সালের ২৪ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৯৫০ পয়েন্টে ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন এবং বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

সকালে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে এ অবস্থার উন্নতি হয় লেনদেনের আধা ঘণ্টার মধ্যেই।

শেয়ার বিক্রির চাপে থাকা বাজারে উল্টো ক্রেতাদের চাপ সৃষ্টি হয়। ফলে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, রবি আজিয়াটা লিমিটেড, বিবিএস কেবলস, লংকাবাংলা ফিন্যান্স ও অ্যাপোলো ইস্পাত লিমিটেডের শেয়ার বিক্রেতা শূন্য হয়ে যায়। শুরু হয় সূচকের উত্থান।

আর তাতে দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টির দাম বেড়েছে, কমেছে ১০৬টির, অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। 

সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ ২৩৩ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৪১৭ টাকার শেয়ার ও ইউনিট।

এমআই/জেডএস