দিনভর সূচক ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৯১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১৯ পয়েন্ট।

পুঁজিবাজারে কারসাজি হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কারসাজিতে জড়িতদের ধরছেন, এমন খবরে রবি আজিয়াটা, বেক্সিমকো এবং লঙ্কাবাংলাসহ গত ৩০ দিনে যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেগুলোতে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। যার প্রভাব পড়ে সমস্ত বাজারে।

ফলে টানা তিনদিন পর বুধবার লেনদেনের আধা ঘন্টা পর থেকে সূচক ওঠা-নামা শুরু হয়। এরপর সূচকের ওঠা-নামা রূপ নেয় দরপতনে। যা দিনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূল্য সংশোধন হয়েছে।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৯১পয়েন্ট কমে ৫ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে ২১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ২৪৮টির, অপরিবর্তিত রয়েছে ৫৫টি শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২ হাজার ১০৮৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকার। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪০ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৬৬ লাখ ২৩৩ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনিলিভার, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড।

এমআই/এসআরএস