টেলিযোগাযোগখাতের রবি আজিয়াটা, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংকসহ ব্যাংক, নন-ব্যাংকখাতের শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৪৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৪৫ পয়েন্ট। এর ফলে টানা দুদিন দরপতন হলো। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে।

সূচকের বড় পতনের মধ্য দিয়ে সোমবার দিনের লেনেদন শুরু হয়। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমখাতের শেয়ারের দাম কমায় লেনেদেনের প্রথম ২ ঘণ্টায় সূচক কমে ১২৫ পয়েন্ট। এরপর গ্রামীণফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসহ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের বড় পতন হয়নি।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৪৮ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে ১৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬২টির দাম বেড়েছে, কমেছে ২২২টির, অপরিবর্তিত রয়েছে ৭২টি শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয় ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৮ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

এমআই/জেডএস