চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

রোববার (৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। যা গত বছরের একই সময় ইপিএস ছিল ৪২ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ১৩৮টি শেয়ারের ইপিএস কমেছে ৭ পয়সা করে।

তিন মাসে মুনাফা কমলেও চলতি বছরের দুই প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে জুন ২০২১ সময়ে শেয়ার প্রতি আয় এর আগের বছরের তুলনায় বেড়েছে বিমা খাতের এই কোম্পনিটির।

তাতে দেখা গেছে, চলতি বছরে জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮৩ পয়সা। এর আগের বছর ২০২০ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালের প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয়(ইপিএস) বেড়েছে ১৬ পয়সা।

আর তাতে ২০২১ সালের ৩০ জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৬ পয়সা।

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫০ টাকা ৪০ পয়সা। কোম্পানি ২০১৯ সালে সর্বশেষ শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এমআই/এসএম