চলতি বছরের এপ্রিল-থেকে জুন তিন মাসে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের। তবে জানুয়ারি থেকে জুন ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে। কোম্পানিটির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২১ সালের এপ্রিল থেকে জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪২ পয়সা। যা আগের বছর ২০২০ সালের একই সময়ে ইপিএস ৪৩ টাকা। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা কমেছে ১ পয়সা।

তবে চলতি অর্থবছরের প্রথম ছয়মাস অর্থাৎ জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা ৭৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ পয়সা। আর তাতে গত ছয় মাসে (২০২১ সালের ৩০ জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২২ পয়সা।

২০২০ সালে কোম্পানি সর্বশেষ শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ার সোমবার লেনদেন হয়েছে সর্বশেষ ৪৫ টকায়।

এমআই/এসএম