সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছে। ফলে ব্যাংক-বিমা, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষঙ্গিক বেশির ভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে। 

লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই (সকাল ১০টা থেকে ১০টা ৫ মিনিট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়েছে। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম ৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের। সব মিলিয়ে ৫ মিনিটে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১২ লাখ ৩ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের। এ সময় ১ কোটি ৯৭ লাখ ৩ হাজার ১১৪ টাকার লেনদেন হয়েছে।

এমআই/ওএফ