মুনাফা কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের। চলতি বছরের এপ্রিল থেকে জুন (দ্বিতীয় প্রান্তিক) সময়ে ২০২০ সালের একই সময়ের চেয়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৫ শতাংশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, ২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২১ সালের এপ্রিল থেকে জুন সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৪৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা। অর্থাৎ ৫ পয়সা ইপিএস কমেছে। যা শতাংশের হিসেবে ১০ শতাংশ কমেছে।
তিন মাসে মুনাফা কমলেও ছয় মাস অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা কিছুটা বেড়েছে।
বিজ্ঞাপন
ডিএসর তথ্য মতে, চলতি বছরের দুই প্রান্তিকে এই বিমা কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ১৪ পয়সা। ফলে ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সা।
সোমবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৬ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এমআই/এসএম