ব্যাংক ও আর্থিক খাতের পাশাপশি বিদ্যুৎ, জ্বালনি খাতসহ প্রায় সব শেয়ারের দাম বাড়ার মধ্যদিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। আর তাতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে (২০ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

এসময়ে পুঁজিবাজারে তালিভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ১৪টির, অপরিবর্তিত রয়েছে ৮টির। পুঁজিবাজারের ২৩টি আর্থিক খাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, অপরিবর্তিত রয়েছে চারটির।

বিদ্যুৎ জ্বালনি খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে  দুটি প্রতিষ্ঠানের শেয়ারের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ২৩ ব্যাংক নতুন করে আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে। এমন খবরে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে।

মঙ্গলবারের মতই বুধবার সকালে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব শেয়ারের দাম পাশাপশি বীমা খাতের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন।

ফলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৮২টির, অপরিবর্তিত রয়েছে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৪ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

তাতে ডিএসইতে মোট লেনদেনে হয়েছে ৪৮৫ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৬ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। সিএসইর প্রধান সূচক ১০৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ