দিনভর সূচক উঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

বিমা ও বস্ত্র খাতের শেয়ারে দাম বাড়ায় এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। তবে লেনদেন কমে ১ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, সোমবার বাজারে মোট ৩৭৪টি কোম্পানির ৪০ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৫৮টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭০ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।

তাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা। এর আগে চলতি বছরের ২৯ জুলাই লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল লার্ফাজহোলসিম লিমিটেড, তৃতীয় স্থানে ছিল রুপালি ইন্স্যুরেন্সের শেয়ার। এরপর যথাক্রমে ছিল বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার,
স্কয়ার ফার্মা, ইসলামিক ফাইন্যান্স এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৭৮২ টাকা।

এমআই/জেডএস