দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক-বিমা খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম কমেছে। তবে প্রকৌশল খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের পাশাপাশি গ্রামীণফোন, বেক্সিমকো এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো বড় মুলধনী কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তাতে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, সোমবার প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১২টির। এদিন ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৪৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫৫৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৪১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭৮ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার, তৃতীয় স্থানে ছিল জিপিএইচ ইস্পাতের শেয়ার। এরপর যথাক্রমে ছিল বেক্সিমকো, সাইফ পাওয়ার, এসএস স্টিল, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক এবং অ্যাকটিভ ফাইন লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১৯৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২২১ টাকা।

এমআই/জেডএস