ব্যাংকের শেয়ারের দাম কমলেও বিমা ও আর্থিক খাতের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।

তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসে একই সময়ে দাম বেড়েছিল ২৪৫টি প্রতিষ্ঠানের।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ১৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪৫ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৮৬২ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৪৫৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭৩২ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেন হওয়া ১৭৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস