শেয়ারহোল্ডারদের জন্য ১৫৫ শতাংশ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড।

শনিবার (২৩ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি। ১৫৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৪৫ শতাংশ নগদ, বাকি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। সেখান থেকে ১৫৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে রেনেটা। আগের বছর ইপিএস হয়েছিল ৪১ টাকা ১৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ আগের বছরের চেয়ে এবছর ১৫ শতাংশ বেশি লভ্যাংশ দিয়েছে বহুজাতিক কোম্পানিটি।

আর তাতে গত ৩০ জুন ২০২১ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

এমআই/জেডএস