আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে - ছবি : ঢাকা পোস্ট

রাজস্ব আদায়ে অবদান রাখায় ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৭ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়াদের মধ্যে সাত জন করোনায় মারা গেছেন। তারা হলেন- রাজস্ব কর্মকর্তা মাে. ইদ্রিস আলী মন্ডল, মাে. রহমত আলী, জসিম উদ্দিন মজুমদার, আনােয়ার জাবেদ, মাে. কবির হােসেন সিকদার, সুকানী মাে. কায়কোবাদ ও খোরশেদ আলম। 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে - ছবি : ঢাকা পোস্ট

পুরস্কার পাওয়া বাকি ১০ কর্মকর্তা হলেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের ঢাকা-২ এর কমিশনার কাজী মােস্তাফিজুর রহমান; ঢাকা কাস্টম হাউসের কমিশনার মাে. মােয়াজ্জেম হােসেন; কাস্টম গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান; এনবিআরের প্রথম সচিব এ এম নুরুল হুদী আজাদ; সিনিয়র সিস্টেম এনালিস্ট এ কে এম জাহিদ হােসেন; ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার এবিলিন সাংমা; সিলেট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাে. সামসাদ হােসেন; ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাে. শফিকুল ইসলাম; কমলাপুর আইসিডির কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইয়াকুত জাহিদ ও চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাে. আতিকুর রহমান।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান তিনটি হলো- বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন, চট্টগ্রাম কাস্টম হাউস ও ঢাকা কাস্টম হাউস। 

আরএম/এইচকে