সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। দিনের শুরুতে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন, রবি আজিয়াটা ও মিউচুয়াল ফান্ড খাতে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 

তবে বীমা, ওষুধ ও রসায়ন, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দামে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। লেনদেনের প্রথম ১৫ মিনিট সূচক বাড়লেও এরপর সূচক শেয়ার বিক্রির কারণে সূচকে উঠানামা শুরু হয়। 

ফলে রোববার সকাল পৌনে ১১টা পর্যন্ত দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮১ লাখ টাকা। এ সময় ডিএসইতে ৩২৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৪১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৪৫টির, অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ