চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। কোম্পানিটির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য মতে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর দুই প্রান্তিকে (ছয় মাসে) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৯ পয়সা। ২০২০ সালের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা। অর্থাৎ ১ টাকা ৩৩ পয়সা ইপিএস বেড়েছে।

এতে ৩০ ডিসেম্বর সময়ে কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২৭ পয়সা।

২০১০ সালে তালিকাভুক্ত বিকন ফার্মা ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর দিয়েছিল ৬ শতাংশ।

২৩ কোটি ১০ লাখ শেয়ারের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪৬ টাকা ৫০ পয়সায়। ৩০০ কোটি টাকার অনুমোদিত কোম্পানিটির ২৪০ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে।

এমআই/এমএইচএস