মাত্র পনের কর্মদিবসে চারগুণ দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, কোনো কারণ ছাড়াই শেয়ারটির দাম বাড়ছে, অর্থাৎ কারসাজি হচ্ছে।

ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরে এসেছে। এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা নেই। কারণ ছাড়াই দাম বাড়ছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে চলতি বছরের ১৬ জানুয়ারি তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ৪০ দশমিক ৯০ টাকায়। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম ৩০ দশমিক ৯০ টাকা বেড়েছে।

১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনী কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা চার কোটি ৮৪ লাখ দুই হাজার ২৬০টি। ৮৪ কোটি ৪০ লাখ দুই হাজার টাকার কোম্পানির শেয়ারের দাম ৮০ কোটি পাঁচ লাখ ৬৪ হাজার টাকা বেড়েছে ১৮০ কোটি পাঁচ লাখ ৬৪ টাকায় দাঁড়িয়েছে।

এমআই/আরএইচ