দুই দিন পতন আর তিন দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেব্রুয়ারি মাসের আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (বাজার মূলধন) কমেছে প্রায় ছয় হাজার কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই অবস্থা দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে (১৩-১৭ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৮৪১ টাকা। যা শতাংশের হিসেবে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৮০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়নি ছয়টি প্রতিষ্ঠানের শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ দশমিক ১৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৩ পয়েন্টে।

তিনটি সূচকই কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮২৩ কোটি ৭ লাখ ৯২ হাজার ৪৩৭ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬০ হাজার ৯২৯ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৭ টাকা। যা শতাংশের হিসাবে ১ দশমিক ৩ শতাংশ কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৬১টির, আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৩১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৯ পয়েন্টে। সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১২৮ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ২৩৪ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ১৩ টাকা।

এমআই/এসকেডি