শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটির সদস্য সচিবের অব্যাহতি পত্রে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে ‘মিথ্যা তথ্য’ দেওয়া হয়েছে। এমন দাবি করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি করা হয়।  সভায় বক্তারা বলেন, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চলমান নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হয় এবং প্রকৃত মেধাবীরাই যাতে চাকরি পান ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধিদপ্তরের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার, সহ-সভাপতি মো. কামরুজ্জামান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন, সাংগঠনিক সম্পাদক রতীল চন্দ্র সেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম রাসেল, দপ্তর সম্পাদক রেজাউল হক, মো. মফিকুল ইসলাম, নাহিদ সুলতানা প্রমুখ।

এএজে/আরএইচ