এমপিও নীতিমালার আলােকে যােগদান থেকে বেতন প্রদানসহ তিন দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বরাবর স্মারকলিপি দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে সচিবের দপ্তরে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবিগুলো হলো- 

১. এমপিও নীতিমালার আলােকে যােগদান থেকে বেতন প্রদান করতে হবে।

২. সমগ্র এমপিও ব্যবস্থা অটোমেশন করতে হবে।

৩. মাধ্যমিক ও মাদ্রাসা অধিদপ্তরের এমপিও নীতিমালায় কিছু অংশে সমন্বয়হীনতার কারণে অনেক সুপারিশপ্রাপ্ত শিক্ষক এমপিওভুক্ত হতে পারছে না। তাই দুটি নীতিমালার সমন্বয় করতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সভাপতি শান্ত আহমেদ বলেন, এমপিও আমাদের ন্যায্য অধিকার।

তবে এমপিও নীতিমালায় যোগদান থেকে এমপিওকরণের বিষয় উল্লেখ থাকলেও বিদ্যমান প্রক্রিয়ায় এমপিও পেতে অনেক সময় লাগছে। তাই যোগদান থেকে এমপিও প্রাপ্তি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যৌক্তিক দাবি। কর্তৃপক্ষকে অবিলম্বে এটা বাস্তবায়ন করে বদলি সিস্টেম চালু করতে হবে।

এএজে/এসকেডি