জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। তবে ৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।

বুধবার (২৫ মে) দুপুরে এই ফল প্রকাশিত হয়। সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results) গিয়ে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান জানান, এই পরীক্ষায় দেশের ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

এএজে/এসকেডি