শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ‘মিট দ্য সিইও ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম’-এর আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)। রাজধানীর প্রগতি সরণিতে সিইউবির নিজস্ব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।
 
উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিইউবির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, ঢাকা ব্যাংক লিমিটেডের রিটেইল বিজনেস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান এবং এসইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন খাত এবং ব্যাংকিং প্রবৃদ্ধিতে নিজের ক্যারিয়ারের কথা তুলে ধরেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক।

ঢাকা ব্যাংক ভবিষ্যতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সঙ্গে সম্পর্ক আরও শক্ত করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সিইউবির শিক্ষার্থীদের জন্য ইন্টার্ন সুবিধা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মতো প্রচুর সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় ঢাকা ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের প্রবীণ নাগরিকদের সম্মান জানানোর পরামর্শ দিয়ে এমরানুল হক বলেন, প্রতিক্রিয়া হিসেবে এটি ফিরে পাবেন। কিন্তু অন্যকে সম্মান না করলে পেছনে অসম্মান হবে।

আন্তরিকতা, শৃঙ্খলা এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে বলে তিনি তার বক্তব্যে বিশেষভাবে আলোকপাত করেন।

জেডএস